রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী। শুক্রবার (২৫ মে) প্রথম বারের মতো স্ত্রী মৌসুমীকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন তিনি। মৌসুমীকে নিয়ে তার এই বরিশাল সফরের কারণটা ছিল ভিন্ন। বরিশালে ‘বি-২ ফ্যাশন হাউজ’ এর শোরুমের উদ্বোধন করতে গিয়েছিলেন এই দম্পতি।

এ বিষয়ে ওমর সানী বলেন, ‘আমার বাড়ি বরিশালে, তবে বেড়ে ওঠা ঢাকায় কিন্তু আমি মনের মধ্যে বরিশালকে অনেক বেশি ধারণ করি। আমার ছেলে ও মেয়ের কাছে বরিশাল নিয়ে অনেক গল্প করি। কাজের চাপে খুব বেশি যাওয়া হয় না। এমনকি মৌসুমীকে নিয়ে আমার এটাই প্রথম বরিশাল আসা। অনেকটাই রথ দেখে কলা বেচার অবস্থা। কারণ আমরা বরিশালে মূলত ‘বি-২ ফ্যাশন হাউজ’ শোরুমের উদ্বোধন করতে গিয়েছিলাম। গতরাতে আমরা ঢাকায় ফিরেছি। ছোট একটা ট্যুর ছিল তারপরও মনে অনেক শান্তি পেয়েছি। কারণ আমার চাচাতো ভাই ও বোনদের সাথে দেখা হয়েছে। মৌসুমীও অনেক পছন্দ করেছে বরিশাল। বরিশালের মানুষ তাঁকে অনেক সম্মান ও ভালোবাসা দিয়েছে।’

ওমর সানী আরো বলেন, ‘বরিশাল অনেক বদলে গেছে। আগের চেয়ে অনেকটাই আধুনিক। ‘বি-২ ফ্যাশন হাইজ’ থেকে যখন আমার সাথে যোগাযোগ করা হয় তখন প্রথমে আমার মনে হয়েছে বরিশালে শোরুম থাকলে ভালোই হবে। এরপর মনে হয়েছিল মৌসুমীকে নিয়ে বরিশালে যাওয়া হয়নি। এই সুযোগে একটু ঘুরে আসি। শোরুম দেখে অবাক হয়েছি। অনেক উন্নত মানের কাপড় ফ্যাশন হাউজটিতে রাখা হয়েছে যা কিনতে আগে ঢাকায় আসতে হতো।’

বরিশালে বি-২ ফ্যাশন হাউজ শোরুমের কর্ণধার বিথী পোদ্দার বলেন, ‘ওমর সানি ও মৌসুমী বাংলাদেশের আইডল। সানী ভাই আমাদের বরিশালের ভাই, আর মৌসুমী আমাদের ভাবী। যে কারণে আমরা উনাদের দিয়ে ফ্যাশন হাউজ উদ্বোধন করিয়েছি। আর আমাদের এই হাউজে উন্নত মানের কাপড় ও জুতা পাওয়া যাবে। অনেকেই আছেন যাঁরা ঢাকায় গিয়ে শপিং করেন, এখন থেকে আর তা করতে হবে না। বরিশালে বসেই পাবেন বিশ্ব মানের পোশাক।’

শুক্রবার সন্ধ্যা ৬টায় ওমর সানী ও মৌসুমী ‘বি-২ ফ্যাশন হাউজ’ উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার বিথী পোদ্দার ও বাবুল পোদ্দারসহ এলাকা জনপ্রতিনিধি ও ব্যবসায়ীবৃন্দ

আরও পড়ুন

%d bloggers like this: