শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:

বর্তমানে পোশাকের মধ্যে অত্যন্ত জনপ্রিয় জিনসের প্যান্ট। কম-বেশি সবাই জিনসের প্যান্ট পরে। সবার জিনসের সামনে ডানদিকের পকেটের ভিতরে একটি ছোট্ট পকেট থাকে। কিন্তু কখনও ভেবে দেখেছেন, আপনার জিনসের সামনে ডান দিকে ওই ছোট্ট পকেটটা কেন থাকে?

পিছনে দু’টি পকেট, সামনে প্রমাণ সাইজের পকেট তো আছেই। তাহলে! অনেকে ভাবতে পারেন ওই পকেটটা নিছকই স্টাইল করার জন্য। কেউ ভাবতে পারেন খুচরো পয়সা রাখার জন্য।

আসলে উনবিংশ শতাব্দীর গোড়ায় আমেরিকার কাউবয়রা এই জিনস পরা শুরু করেন। জিনসের সামনে ওই ছোট্ট পকেটটি রাখা শুরু হয় তখনই। ওই ছোট্ট পকেটে তারা পকেট ঘড়ি রাখতেন। সেই ঘড়ি একটি চেন দিয়ে বেঁধে রাখা থাকত।

আজ আর পকেট ঘড়ির ব্যবহার নেই। কিন্তু ঘড়ির পকেটটি ঠিকই রয়ে গেছে।

আরও পড়ুন

%d bloggers like this: