রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন

কামরুল হাসান বিজয়, চকবাজার থেকে…

কুমিল্লার নগরীর চকবাজার তেরেপট্টিতে কয়েকটি দোকানে ভয়াবহ অঘ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে চকবাজার বাঁশ বাজারের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুপুর ২ টা ২০ মিনিটে এর রিপোর্ট লেখা পর্যন্ত আগুন এখনও জ্বলছে।

স্থানীয়রার জানান, বাঁশ বাজারের পাশে একটি ভবনে আগুনের সূত্রপাত হয় । এতে প্রায় ২০ টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে । প্রচন্ড ধোঁয়ার কারণে আগুন সহজে নিভানো যাচ্ছে না।

কুমিল্লা ফায়ার সার্ভিসের এক কর্মকতা জানান, আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা অতি দ্রুত নিয়ন্ত্রনে চলে আসবে।

আরও পড়ুন

%d bloggers like this: