সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন

মোঃ শাহীন আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুর জামিয়া মাদানিয়া মাদরাসায় তিন শতাধিক এতিম ছাত্রদের সাথে ইফতার করেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ উপলক্ষ্যে বুধবার ইফতারের পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম।

মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ নুর হোসেন বলাই, সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম ফরায়েজী, মাদরাসা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারী ছিদ্দিকুর রহমান, ব্যবসায়ী মছরুর হোসেন আজাদ, হাজী আবদুল বারী, হাজী নুরু মিয়া, আবদুল জলিল, নাছির উদ্দিন বাবুল, মাওলানা কাজী আবুল হাশেম, এছাক ব্যাপারী, মাদরাসার শিক্ষক আলতাফ হোসেন, মুফতি আবদুর রহিম, মুফতি মনির আহাম্মদ, মুফতি সরাফত করিম, মুফতি শামীম আহমদ, মুফতি শাহাদাত হোসেন, হাফেজ আল আমিন, হাফেজ ফয়সাল, হাফেজ শরিফ হোসেন প্রমুখ।

আরও পড়ুন

%d bloggers like this: