শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৭ অপরাহ্ন

 মো: শাহীন আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের উদ্যোগে সিয়াম, তাকওয়া সাদাকাহ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের এসএভিপি ও চৌদ্দগ্রাম শাখা প্রধান মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন চিওড়া আজগড়িয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আনোয়ার উল্লাহ ভূঁইয়া।

বিশেষ আলোচক ছিলেন মরকটা ইসলামিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ ইকবাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের কুমিল্লা জোনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল হোসাইন।

ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার প্রেসিডেন্ট অফিসার মোঃ মাহমুুদুল হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সোলায়মান কোম্পানী, চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল মাদরাাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, কাজী বাবুলসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

আরও পড়ুন

%d bloggers like this: