মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:
চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজ হওয়া ৪ শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তাদের বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার পৌর এলাকার রান্ধনীমুড়া এলাকার এক পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, সোমবার রাতে তারা নিখোঁজ হয়। মঙ্গলবার ভোরে স্থানীয় এক পুকুরে তাদের লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেওয়া। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। নিহতদের মধ্যে দুইজন সৎ ভাই।

আরও পড়ুন

%d bloggers like this: