মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এম.পি’র সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ (সিআইপি)। গতকাল তাঁর নিজ কার্যালয়ে হোমনা তিতাসের কৃষকদের ভাগ্যে উন্নয়নে এ সৌজন্যে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা (উ:) জেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয় সম্পাদক ও তিতাস উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো.নাছির উদ্দিন।
আলোচনায় প্রথমে খাল খনন করে বিভিন্ন বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে কৃষি ফসল উৎপাদন করা। হোমনা এবং তিতাসের প্রতিটা ইউনিয়নে সারের গোডাউন নিশ্চিত করা। কৃষকদেরকে সহজে ঋণ সুবিধা প্রদান, কৃষকদের মাঝে উন্নত বীজ প্রদান, কৃষকদের মাঝে সেলু পাম্প প্রদান করাসহ বিভিন্ন বিষয়ে সার্বিক আলোচনা হয়।
Leave a Reply