(মো. তপন সরকার, হোমনা )
কুমিল্লার হোমনায় উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগ হোমনা উপজেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
সেলিমা আহমাদ এমপি বলেন, কৃষকদের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। কাজেই এ সরকারের হাতকে শক্তিশালী করতে হলে দেশের কৃষক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য কৃষক লীগকে অগ্রণী ভূমিকা পালন ও কৃষকদের পাশে দাঁড়াতে হবে বলেন মন্তব্য করেন।
সভায় হোমনা উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মুকবল হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা অঞ্চল কৃষকলীগের সাংগঠনিক সমন্বয়ক হিজবুল বাহার রানা এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মুজিবুর রহমান মিয়াজী ও কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত।
উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়ার সঞ্চালনায় পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক গাজী মো. ইলিয়াস,সদস্য খন্দকার মাহবুবুর রহমান, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ কৃষকলীগ ও আ’লীগ অঙ্গসংঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply