শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লায় শাহ সুজা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৬ছাত্র পবিত্র কুরআনে হাফেজ হওয়ায় তাদেরকে  ৮ জুন দুপুরে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়েছে। কুমিল্লা মোগলটুলী শাহসুজা মসজিদ প্রাঙ্গনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাদ্রাসা ও এতিম খানা কমিটির সভাপতি এডভোকেট আবদুল আজিজ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহসুজা মসজিদ কমিটির সভাপতি শফিকুল ইসলাম শিকদার।

হিফজুল কুরআন সম্পন্নকারীদের মাথায় পাগড়ী বেঁধে হাফেজ হিসেবে স্বীকৃতি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান আলোচক জামিয়া আরাবিয়া কাশিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক। আলোচনা করেন শাহসুজা মসজিদের বর্তমান পেশ ইমাম মুফতি খিজির আহমেদ,ইঞ্জিনিয়াার আবুল কাশেম,হাফেজ মাওলানা সাইফুল ইসলাম,কারী আবদুর রব,হাফেজ আবুল হাসেম।

পাগড়ি প্রাপ্ত ৬জন ছাত্র হলেন,হাফেজ মোঃ আশিকুর রহমান, হাফেজ মোঃ জিহাদুর রহমান, হাফেজ মোঃ কামরুল হাসান, হাফেজ মোঃ সারওয়ার রহমান, হাফেজ মোঃ মোশাররফ হোসেন, হাফেজ মোঃ ইসমাইল হোসেন(অনুপস্থিত) । পরে মাদ্রাসার সকল ছাত্রের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। –প্রেস বিজ্ঞপ্তি ।

আরও পড়ুন

%d bloggers like this: