অনলাইন ডেস্ক:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-সিএসই বিভাগের অধ্যাপক মো. হায়দার আলী।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর হবে তার দায়িত্বের মেয়াদ।
অধ্যাপক হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জাপানের তায়োহাশি ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সঙ্গে কথা হলে তার কাছ থেকে জানা যায়, শিক্ষাকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক হায়দার আলী।
আলাদা প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে বসানো হয়েছে বিশ্ববিদ্যালয়টির লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মাসুদা কামালকে।
এর আগে তিনি বিভাগের প্রতিষ্ঠাকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাবির লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইডি ডিগ্রি অর্জন করেন অধ্যাপক মাসুদা।
একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ সোলায়মানকে করা হয়েছে ট্রেজারার, যিনি এই পদে চার বছর দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
রাজনৈতিক পটপরিবর্তনের হাওয়ায় উপাচার্য, প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও ডিনরা পদত্যাগ করতে শুরু করলে এক রকম অভিভাবকহীন হয়ে পড়ে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়। সে সব পদে নতুন মুখ বসাচ্ছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
এরই মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথসহ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য বসানো হয়েছে।
Leave a Reply