সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:
কুমিল্লায় একটি ভবনের ৬ষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাগিচাগাঁও এলাকার বাবুল ভূঁইয়ার মালিকাধীন বহুতল ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনের মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাগিচাগাঁও এলাকার ৬তলা বিশিষ্ট একটি ভবনের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ফ্ল্যাটের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলমগীর হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের মালিক বাবুল ভূঁইয়া জানান, আগুনে ওই ফ্ল্যাটের প্রায় ৬ লাখ টাকা মূল্যের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।- বাংলাদেশ প্রতিদিন

আরও পড়ুন

%d bloggers like this: