রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০০ পূর্বাহ্ন

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সুপারির খোসায় রক্ষিত প্রায় ২৪ হাজার ইয়াবাসহ তিন বেদে নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুলাই) ভোরে টোলপ্লাজা সংলগ্ন বলদাখাল এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার খড়িয়া গ্রামের সোহেল স্ত্রী মোসাঃ সোনিয়া (৩০), রাজীবের স্ত্রী রাজ দুলালী (২৮), আশিকের স্ত্রী দিলরুবা (৩২)। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সবাই চট্টগ্রাম থাকে।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।

আরও পড়ুন

%d bloggers like this: