নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সক্রান্ত বিষয় নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই হাফেজ আহম্মেদ(৫০) খুন হয়েছে। এঘটনায় বড় ভাই আব্দুল মালেক(৬০) পলাতক রয়েছে।
শুক্রবার(১১ ফেব্রুয়ারি) শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
তিনি জানান, জায়গাজমির বিরোধের জের ধরে সকাল ১০ টায় স্থানীয় একটি চা দোকানে বড় ভাই আব্দুল মালেক(৬০) এবং ছোট ভাই হাফেজ আহম্মেদ(৫০) এর মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানের কাজে ব্যবহৃত ছুড়ি দিয়ে মুখে,পেটে ও পিঠে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ছোট ভাই হাফেজ আহম্মেদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে বড় ভাই আব্দুল মালেক পলাতক রযেছে। পুলিশের টিম তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।