রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন

নাছির আহাম্মেদ, লালমাই প্রতিনিধি:

কুমিল্লার লালমাই এলাকায় রেললাইনে অজ্ঞাত যুবকের ছিন্ন-বিছিন্ন লাশ পড়ে আছে। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ৩০-৩৫ হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বাগমারা রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা সে ট্রেনের কাটা পড়ে নিহত হয়েছেন। ঘটনার পর ৫ ঘন্টা অতিক্রম হলে উক্ত লাশটি এখনও পুলিশ উদ্ধার করেনি। এতে স্থানীয়রা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি পাঠান জাগো কুমিল্লা ডট কমকে জানান, কিছুক্ষণ আগে ঘটনাটির খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে । তবে নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

%d bloggers like this: