শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় গোমতী নদীর  বেড়িবাঁধ এলাকায় মৎস্য খামারের নৈশ প্রহরী হুমায়ুন (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার  (২০ আগস্ট) দুপুর দেড়টায় আদর্শ সদর উপজেলার আমতলী মৎস্য খামারের পাশ থেকে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে  স্থানীয়রা পুলিশকে খবর দেয়া হয়। নিহত হুমায়ুন আমতলী এলাকার সামসু মিয়ার ছেলে।

নিহত হুমায়ুনের ভাই রাসেল জানান,  বৃহস্পতিবার রাত ৯ টায় মৎস্য খামারে যান। পরবর্তীতে রাত ১১ টায় হুমায়ুন নিখোঁজ হয়। সকালে বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। পরে দুপুরে তার লাশ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে নাজিরা বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক  মাহমুদ হাসান রুবেল  বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।  কিভাবে মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।






















আরও পড়ুন

%d bloggers like this: