রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ পূর্বাহ্ন

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং)

কুমিল্লার বুড়িচং উপজেলায় বারেশ্বর এলাকায় পানিতে পড়ে ইসরাফিল (৩) নামের এক শিশু শনিবার বিকেলে মারা গেছে।

সে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের আব্দুল হামিদ এর ছেলে। জানা যায়,ঘটনার দিন দুপুরে খেলার ছলে সকলের অগোচরে বাড়ির পাশের জমিতে বৃষ্টির পানিতে পড়ে ডুবে যায়।

পরে শিশুটিকে না পেয়ে বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করার এক পর্যায়ে জমির পানি থেকে তার লাশ উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।

পরে নিহতের বাবা তাকে আবার বাঁচার লক্ষ্যে সদরের বেসরকারি আধুনিক হাসপাতালে নিয়ে যায়।সেখানেও ডাক্তার মৃত বলে ঘোষনা দেন। এ ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

আরও পড়ুন

%d bloggers like this: