শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৩১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ আগষ্ট) বিকেল ৫ টায় বড়শালঘর গ্রামে এ ঘটনা ঘটে । তারা সম্পর্কে মামা -ভাগ্নে এবং বড়শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ।

বিষয়টি নিশ্চিত করেছে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুজিনা আক্তার ।নিহতরা হলো দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের মহসিন মিয়ার ছেলে হৃদয় (৭) এবং অনন্তপুর গ্রামের অলী মিয়ার ছেলে আরিয়ান (৬)।

পারিবারিক সূত্রে জানা যায়, আরিয়ান বড়শালঘর থেকে পড়াশুনা করে । শুক্রবার সকাল থেকে তারা নিখোঁজ হয় । দুপুরে খাবার সময় তাদের দেখতে না পেয়ে পরিবার লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। পরবর্তীতে বিকাল ৫ টায় বাড়ির পাশে বাদশা মিয়ার বাগান বাড়ির পুকুরে তাদের ভাসতে দেখে স্থানীয়রা । তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুজিনা আক্তার বলেন, সন্ধ্যায় দুইটি শিশুকে হাসপাতালে আনা হয়। তবে তারা আগেই মারা গিয়েছে। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে । পরবর্তীতে পরিবারের সদস্যারা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুন

%d bloggers like this: