রবিবার, ২৮ মে ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন

মাহফুজ নান্টু, কুমিল্লা।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় যাত্রীবাহী বাস চাপায় ২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। বৃহস্পতিবার সকাল ৮ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়নাল আবেদীন (৩৫) ও ইমরান হোসেন ৩০। তাদের বাড়ি কুমিল্লা সদর দক্ষিন উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার( ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি বাস কুমিল্লা পদুয়ারবাজার ফ্লাইওভারের কাছে বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। আহত হয় আরো দুজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

%d bloggers like this: