বুধবার, ০৭ Jun ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ন

( জাগো কুমিল্লা.কম)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকায় একটি ট্রাক তল্লাসী করে সোমবার রাতে পুলিশ ৫’শ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজাসহ সোহাগ (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯ টায় ময়নামতি ফাঁড়ি পুলিশের আইসি শেখ মাহমুদুল ইসলাম রুবেলের নেতৃত্বে একটি দল ময়নামতি ওভারপাসের নীচে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১১-২৬৭২) থামার সংকেত দেয়। পরে ট্রাকটিতে তল্লাসী চালিয়ে ৫’শ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেন্সিডিল ও ৩০ কেজি গাজা উদ্ধার করে।

পুলিশ আরো জানায়,এসময় আটক সোহাগ জানান,সে কুমিল্লার বিবিরবাজার এলাকা থেকে ফেন্সিডিল ও গাজাঁ নিয়ে ঢাকায় যাচ্ছিল। আটক সোহাগ ভোলার চরফ্যাশন উপজেলার চরযমুনা ব্যাপারী বাড়ির তসির আহমেদের পুত্র। অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন,এসআই সফিকুল ইসলাম,এসআই দয়াল হরি,এএসআই রাজু,নুরুল আলম।এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

%d bloggers like this: