মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৪ পূর্বাহ্ন

 (মো: শাহীন আলম, চৌদ্দগ্রাম )

কুমিল্লার চৌদ্দগ্রামে এক কোটি পনের লাখ বিশ হাজার টাকা মুল্যের ৫ লাখ ৭৬ হাজার পিছ গরু মোটাতাজাকরণের স্টেরয়েড ট্যাবলেট আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক মোঃ শহীদুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবির একটি বিশেষ দল চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার পিছ অবৈধ স্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করে। ট্যাবলেটের মূল্য এক কোটি পনের লাখ বিশ হাজার টাকা। ভারতীয় মালামাল উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন

%d bloggers like this: