শনিবার, ২৭ মে ২০২৩, ০২:২৪ অপরাহ্ন

লাশ উদ্ধার
লাশ উদ্ধার

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা )
কুমিল্লা মনির হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার একটি খালের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ কুমিল্লা মেডিকল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামের মনির হোসেন (৪৫) বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। রাত পৌনে ৮টার দিকে চৌয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের পাশে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকল কলেজ হাসপাতাল পাঠায়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মনির হোসেন মাদকাসক্ত ছিল। স্থানীয়দের ধারণা মাদক সেবন করতে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার বিরুদ্ধে কোন মামলা নেই। ( ফাইল ফটো)

আরও পড়ুন

%d bloggers like this: