শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ন

(মোঃ শাহীন আলম,চৌদ্দগ্রাম )

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আনোয়ার হোসেন(৩৫) নামে চালক নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।  শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারের বাড়ি দিনাজপুর জেলার কোতয়ালী থানার বড়কুল হাট গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র। আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহির মিয়া জানান, চট্টগ্রামগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক আনোয়ার হোসেন নিহত হন।

আহত হন অপর তিনজন। তাদেরকে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

%d bloggers like this: