সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ৩ হাজার ৭৩২ টি  নমুনা পরীক্ষা করে নতুন করে রেকর্ড ১ হাজার ১৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৩ আগষ্ট) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১ হাজার ১৯০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৩৫২ জন, আদর্শ সদরের ৩৭, সদর দক্ষিণের ১৬, বুড়িচংয়ের ৫৫, ব্রাহ্মণপাড়ার ৪২ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ৪৫ জন, চৌদ্দগ্রামের ২৩, দেবিদ্বারের ৫৩, দাউদকান্দির ৬৯, লাকসামের ৭৮, লালমাইয়ের ৪৫, নাঙ্গলকোটের ৬৯,  বরুড়ার ৯৬, মনোহরগঞ্জের ৩৪, মুরাদনগরের ৬৮, মেঘনার ২৫, তিতাসের ২৯ ও হোমনা উপজেলার ৫৪ জন রয়েছেন।  

২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ২৮ থেকে ৭০ বছরের মধ্যে । এর মধ্যে সিটিতে ৩ জন, মনোহরগঞ্জে ২ জন, দাউদকান্দি, দেবিদ্বার, ব্রাহ্মণপাড়ায় একজন করে মারা গেছে। যার মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ।

 সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এখন পর্যন্ত কুমিল্লায় ৩১  হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়। করোনায় মারা গেছেন ৭৫০ জন।

আরও পড়ুন

%d bloggers like this: