সোমবার, ০৫ Jun ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত তুলনায় সুস্থতার হার বাড়ছে। তবে মৃত্যু সংখ্যা অপরিবর্তিত রয়েছে। কুমিল্লা জুড়ে আইসিইউ সংকট তীব্র আকার ধারণ করেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ’ র ২০ শয্যার বিপরীতে অপেক্ষমান তালিকায় প্রায় ৮০- ৯০জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩০৯ জন, সুস্থ হয়েছে ৪৩০ জন, মারা গেছে ১১ জন।

সোমবার ( ১০ আগস্ট) বিকেল ৫ টায় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছে।

করোনা পজিটিভ রিপোর্টের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৫৪ জন, আদর্শ সদরের ৫, সদর দক্ষিণের ১১, বুড়িচংয়ের ১০, ব্রাহ্মণপাড়ার ১৫ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ৮ জন, চৌদ্দগ্রামের ২৯, দেবিদ্বারের ২২, দাউদকান্দির ৪, লাকসামের ৭, লালমাইয়ের ১০, নাঙ্গলকোটের ৩৩,  বরুড়ার ৩৭ , মনোহরগঞ্জের ১৮, মুরাদনগরের ৫, মেঘনার ১৮, তিতাসে ৯ ও হোমনায় ১৪ রয়েছেন।  

নিহত ১১ জনের মধ্যে এর মধ্যে সিটিতে ২ জন, দেবিদ্বারে ২ জন, নাঙ্গলকোট ২ জন, সদর, বুড়িচং, দাউদকান্দি, মনোহরগঞ্জ, মেঘনা ১ জন মারা গেছেন। যার মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন নারী রয়েছে। নিহতদের বয়স ৪৩ থেকে ৯০ বছরের মধ্যে।

কুমিল্লায় সর্বমোট ৩৫  হাজার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার ফলে জেলাজুড়ে মারা গেছেন ৮২৯ জন। সুস্থ হয়েছে ১৯ হাজার ২৬৫ জন।

 সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লার করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে দুই তিন সপ্তাহ লাগতে পারে। যেহেতু লকডাউন খুলে দেয়া হচ্ছে সবাইকে স্বাস্থবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন

%d bloggers like this: