( জাগো কুমিল্লা.কম)
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করলেন ২৯ তম বিসিএস কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম সর্দার।আরিফুল ইসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শুক্তাগ্রামের মৃত্যু আ স ম মঈন উদ্দিন ও মৃত্যু মমতাজ বেগমের ছেলে।
তিনি যশোর জিলা স্কুল থেকে ১৯৯৭ সালে এসএসসি, যশোর ক্যান্টঃ কলেজ থেকে ১৯৯৯সালে এইএসসি,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স সম্পন্ন করে ২৯ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১১ সালে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যোগদান করেন। একই বছরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন,এরপর তিনি কুমিল্লা তিতাস,নোয়াখালীর কোম্পানিগঞ্জ,চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চাকুরী শেষে পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নোয়াখালী সদর উপজেলায় যোগদান করে দীর্ঘ তিনবছরের উপরে সফলতার সাথে চাকুরী শেষে পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গত ২২ জুলাই যোগদান করেন।
ব্যক্তি জীবনে এ চৌকুস কর্মকর্তা বিবাহিত একপুত্র ও এক কন্যা সন্তানের জনক।তার স্ত্রী মিথিলা জাহান নিপা সিনিয়র সহকারী জজ হিসেবে নোয়াখালী জেলা ও দায়রা জজ অাদালতে কর্মরত অাছেন।তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে কুমিল্লার সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply