অনলাইন ডেস্ক:
বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ চুরি করে চড়া দামে বিক্রি করা হয় তা কমবেশি সবারই জানা। দেশের বিভিন্ন স্থানে প্রায়ই শোনা যায় কবর থেকে লাশ চুরির ঘটনা। তবে এটা কোন অলৌকিক ঘটনা নয়। একটি বিশেষ চক্র কবর থেকে লাশ চুরি করে তা বিক্রি করে। সম্প্রতি নরসিংদীতে একটি শিশুর লাশ চুরির ঘটনা এখন ফেসবুকে ভাইরাল।
নরসিংদীর মাধবদী থানার আটপাইকা কবরস্থান থেকে পারভেজ মিয়ার ছেলে সন্তানের (৪ মাস প্রায়) লাশ শুক্রবার (২৫ মে) সন্ধ্যায় কবর দিলে রাত দেড়টায় চুরি করে পালিয়ে যায় এক লাশ চোর। এ সময় মাধবদী বাসস্ট্যান্ডে জনগণ তাকে আটক করে।
এসময় কবরের পাশে অপেক্ষমান থাকার বিছানাও পাওয়া যায়, প্রাথমিক ভাবে হাতে মাটি খুড়ে লাশ উঠানোর কথা সে স্বীকার করেছে। তার কথা অনুযায়ী কাফনের কাপড় প্রায় এক কিলোমিটার দূরে পাওয়া যায়। জানা গেছে, চোরের বাড়ী নরসিংদীর ঘোড়াদীয়ায়।
Leave a Reply