অনলাইন ডেস্ক:
দেশে চলমান বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে এস এস সি’৯৯ কুমিল্লার ব্যাচ । শুক্রবার বিকালে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সাহেবের আলগা এবং হাতিয়া ইউনিয়ন পরিষদ এর প্রত্যন্ত গ্রাম ঘুঘুমারী সুখের চর এ বন্যার্তদের সহযোগীতা করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন আলমগীর শরিফ,মোঃ মিজানুর রহমান আকাশ, রিয়াজ উদ্দিন তুষার, ডাঃরফিক, এজি লাবলু, মাসুম, এমরান হোসেন, তৌহিদ,উম্মে সালমা তুহিন, আবু নোমান,ওবায়েদ, নাজমুল হাসান চৌধুরী কামাল, কাদের, মাকসুদ, কামরুল ।
আয়োজকরা জানান এস এস সি’৯৯ বন্ধুদের সহযোগীতা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রান বিতরণে সার্বিক ভাবে সহযোগীতা করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা পুলিশ ।
Leave a Reply