শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

আমরা কুমিল্লার সন্তান হোয়াটসঅ্যাপ গ্রুপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক ও অনুদান হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে সদর দক্ষিণের পিপুলিয়া বাজার
সিন্দুয়া এলাকায় সংগঠনের প্রতিষ্ঠাতা আজাদ বিন আশরাফ এবং বর্তমান সভাপতি জি কে স্বপন মজুমদার এর নেতৃত্বে সাধারণ সম্পাদক আব্দুর রব সুজন এর সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মঞ্জুর হোসাইন এর সঞ্চালনায় ও স্থায়ী কমিটির সদস্য জনাব জামাল মজুমদার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং চৌয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ।

উক্ত অনুষ্ঠানে গুণীজন, বিভিন্ন পেশায় মানবতার সেবা য় অবদান রাখায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ১৫ টি অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ, ঘরের টিন, সেলাই মেশিন ,টিউবওয়েল ও সদস্যদের ক্রেস্ট প্রদান ও ১৫ টি বিভিন্ন সামাজিক সংগঠনকে সামান্য স্মারক প্রদান করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, এবং কুমিল্লা মানবিক টিমের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান।

আরো উপস্থিত ছিলেন উত্তমবাবু, স্থায়ী কমিটির সদস্য আহসান হাবিব দুলাল, উপদেষ্টা শাহজাহান বিল্লাল, সহ-সভাপতি দিদার মজুমদার, ডোনার সদস্য মনির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন মানিক , ধর্ম বিষয়ক সম্পাদক শাহীন কাদের, সিনিয়র সদস্য জহিরুল ইসলাম,সহ অর্থ সম্পাদক মাসুদ রানা, সদস্য আরিফুল ইসলাম, সহ-সভাপতি সহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্য বৃন্দ।

উল্লেখ্য ২০১৬ সালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো এবং শুদ্ধ সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে প্রবাসী ও স্থানীয়দের নিয়ে গঠিত হয় আমরা কুমিল্লার সন্তান (হোয়াটসঅ্যাপ) গ্রুপ। এই সংগঠনের মাধ্যমে ইতিমধ্যের ৮৪ লাখ টাকার অনুদান অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

%d bloggers like this: