1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে এক পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা কুমিল্লায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এনসিপির দোয়া ও মিলাদ কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন কুমিল্লায় হিন্দু সম্প্রদায় নারীকে ধ.র্ষণ অতঃপর ভিডিও ভাইরাল ; দেশজুড়ে তোলপাড় সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা কোলবালিশের জন্য বিবাহিত-অবিবাহিতদের মাঠের লড়াই তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

আজকের ম্যাচে যাদের নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

  • প্রকাশ কালঃ শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৭৮

( জাগো কুমিল্লা.কম)
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কা বধে আজ মাঠে নামবে টাইগাররা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাঘ-সিংহের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন, গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।

ম্যাচের আগে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রয়েছে টাইগাররা। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা চোখ এখন বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর। কেননা, টাইগারদের দুর্বলতা বেশ ভালো ভাবেই জানা আছে।

অন্যদিকে, লঙ্কান দল একের পর এক দুর্ঘটনার খবরই দিয়ে যাচ্ছে। এশিয়া কাপের দলে থাকা দীনেশ চান্ডিমাল চোটে পড়ায় যেতেই পারেননি আরব আমিরাতে। অনুশীলনে চোট পাওয়ায় দানুস্কা গুনাতিলাকাকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া গ্রুপ পর্বের দুইটি ম্যাচ থেকে আকিলা ধনঞ্জয়া নিজের নাম সরিয়ে নিয়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশ দলের ওপেনার তামিম বলেছেন, ‘অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে (হাথুরুসিংহে) হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে, কোনো প্রতিশোধ নেয়ার জন্য নয়।’

অবশ্য ক্রিকেট বোদ্ধারা বলছেন, আজকের ম্যাচে উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে লিটন দাসকে দেখা যেতে পারে। এরপর বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, রান মেসিন মুশফিক দলের হাল ধরবেন।

তারপর যথারীতি রিয়াদ, মোসাদ্দেক মাঠে নামবেন। দলে সাব্বিরের পরিবর্তে মোহাম্মদ মিথুন জায়গা করে নিয়েছেন। এরপর মাঠে নামবেন মিরাজ, মাশরাফি, রুবেল হোসেন ও মোস্তাফিজ।

বোলিং আক্রমণে থাকবেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দিতে পারেন মেহেদী হাসান মিরাজ।

পেস আক্রমণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও কাটার মাস্টার মোস্তাফিজ তো আছেনই। এ দু’জনের সঙ্গী হিসেবে থাকতে পারেন রুবেল হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews