অনলাইন ডেস্ক:
 ১৯৫৪ সাল বিশ্বকাপে শুরু হওয়া জার্সি নম্বরের প্রচলন এখনও চলছে। মূলত আগের থেকে জার্সি নম্বরের ভেতর এখন আরো বেশি চমকপ্রদ ব্যাপার থাকে। রাশিয়া বিশ্বকাপেও অন্য সবার মতো আর্জেন্টিনার সদস্যদের জার্সি নম্বর নির্ধারণ করে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। যেখানে বরাবরের মতোই আর্জেন্টিনার দশ নম্বর জার্সি পরিহিত অবস্থায় দেখা যাবে মেসিকে।
টানা তিনটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন মেসি। আর্জেন্টিনার জার্সি নম্বর প্রদানের দিক দিয়ে সবচেয়ে বড় চমক এসেছে আগুয়েরোর ১৯ নম্বর জার্সি পাওয়া নিয়ে। হিগুয়াইন এবং আগুয়েরো স্ট্রাইকার হওয়ায় আসল বিপত্তিটা বাধে। দুজনই ৯ নম্বর জার্সির জন্য আবদার করেন।
পরবর্তীতে আর্জেন্টিনার অনুশীলনে আগুয়েরো এবং হিগুয়াইনের মধ্যে এক কুস্তি খেলার আয়োজন করা হয়, যেখানে হিগুয়াইন আগুয়েরোকে হারিয়ে ৯ নম্বর জার্সি ছিনিয়ে নেন।
তারকা খেলোয়াড়দের ভেতর দিবালা পাচ্ছেন ২১ নম্বর, বানেগা পাচ্ছেন ৭ নম্বর, ডি মারিয়া পাচ্ছেন ১১ নম্বর এবং আকুনিয়া পাচ্ছেন ৮ নম্বর জার্সি।
জার্সি নাম্বার ও খেলোয়াড়দের নাম
 ১। গুজম্যান
 ২। মার্কাদো
 ৩। তালিয়াফিকো
 ৪। আনসালদি
 ৫। বিলিয়া
 ৬। ফাজিও
 ৭। বানেগা
 ৮। আকুনিয়া
 ৯। হিগুয়াইন
 ১০। মেসি
 ১১। ডি মারিয়া
 ১২। আরমানি
 ১৩। মেজা
 ১৪। মাসেরানো
 ১৫। লানজিনি
 ১৬। মার্কস রোহো
 ১৭। ওটামেন্ডি
 ১৮। সালভিও
 ১৯। আগুয়েরো
 ২০। লো সেলসো
 ২১। দিবালা
 ২২। পাভন
 ২৩। কাবায়েরো
Leave a Reply