মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১ নভেম্বর কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজীব দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি ও আগানগর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি কায়সার আলম সেলিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অবঃ)
বাবু মনিন্দ্র কিশোর মজুমদার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বরুড়া পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব শরীফুল হাসান ফরহাদ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ মফিজুল ইসলাম, মোঃ মোস্তফা জামান হানিফ, মোঃ মনির হোসেন,
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক কাজী মোঃ আইয়ুব আলী।
এদিন কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উদ্দেশ্য অতিথিরা বলেন আজকের শিশু আগামীর ভবিষ্যত তাই শিশুদের দক্ষ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে তাই প্রতিটি শিক্ষককে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান প্রযুক্তির সাথে শিক্ষকদেরও দক্ষ হিসেবে তৈরি করতে হবে। এদিন পড়াশোনা ও উপস্থিতিতে ক্রমানুসারে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজিব দত্ত।
Leave a Reply