1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
পরবর্তীতে অর্থমন্ত্রী হতে যাচ্ছেন কুমিল্লার কৃতি সন্তান আ হ ম মুস্তফা কামাল ? । জাগো কুমিল্লা
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ডাকাত দলের প্রধান দুলালসহ ১৪ সদস্য গ্রেফতার সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী ফারহা এমদাদ ইম্পার দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন  বর্ণিল আয়োজনে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত মঙ্গলবার কুমিল্লাসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ কুমিল্লায়  বর্নিল আয়োজনে শুভ মহালয়া পালিত! কুমিল্লায় চোর সন্দেহে বিদেশী কুকুর লেলিয়ে নির্যাতন; আটক ৩ কুমিল্লা হোমনায় মাইকে ঘোষণা দিয়ে  ৪ মাজারসহ বসতঘর ভাংচুর -আগুন কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক টানা আট দফা বৃদ্ধির পর অবশেষে কমল স্বর্ণের দাম

পরবর্তীতে অর্থমন্ত্রী হতে যাচ্ছেন কুমিল্লার কৃতি সন্তান আ হ ম মুস্তফা কামাল ?

  • প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৩৯

( জাগো কুমিল্লা.কম)
বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আগামীতে অর্থমন্ত্রী না থাকার বিষয়টি স্পষ্ট। এমনকি তিনি আসন্ন সাধারণ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এ অবস্থায় কে হচ্ছেন দেশের পরবর্তী অর্থমন্ত্রী—এ প্রশ্নটি আলোচনায় রয়েছে। পাশাপাশি অর্থমন্ত্রী হিসেবে সম্ভাব্য যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন উল্লেখযোগ্য।

ওয়াকিবহালমহলের মতে, অর্থমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ পদ এবং এই মন্ত্রণালয়ের অধীনে অর্থ ও ব্যাংকিং বিভাগ রয়েছে। একটি দেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিতে হলে প্রয়োজনীয় নীতি সংস্কার ও প্রয়োগের দিকটি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তত্ত্বীয় জ্ঞানের তুলনায় ব্যবহারিক বা বাস্তব অভিজ্ঞতা রয়েছে এমন কাউকেই নতুন অর্থমন্ত্রী বানানো জরুরি।

সংশ্লিষ্ট সূত্রমতে, অর্থমন্ত্রী আবুল মাল মুহিত এর আগেও নির্বাচন না করা কিংবা মন্ত্রী না থাকার কথা বলেছেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি নির্বাচনও করেছেন এবং মন্ত্রীও হয়েছেন। এবারে তিনি স্পষ্ট করেছেন যে, আর নির্বাচন করবেন না। মন্ত্রীও থাকবেন না। তার আসনে ছোট ভাই আবদুল মোমেন নির্বাচন করবেন এমন আভাসও তিনি দিয়েছেন। ঐ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজের নাম এসেছে। তবে অর্থমন্ত্রী বলেছেন, ঐ নাম দুটি এখন ইউজলেস।

ফলে, পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এগিয়ে রয়েছেন বলে সূত্র জানায়। সূত্রমতে, এ পদে আমলাদের আর গ্রহণযোগ্যতা থাকছে না নীতিনির্ধারণীমহলে। বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি, ব্যাংকিং খাতে হলমার্ক, বেসিক, বিসমিল্লাহ, এ্যাননটেক্সের মতো কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এ অবস্থায় অর্থমন্ত্রী হিসেবে বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিবেচনায় এগিয়ে রয়েছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ে তার সাফল্যের জন্যই তিনি আলোচনায় চলে আসেন। তিনি মন্ত্রণালয়ে যেমন সফল, তেমনি একজন সফল ব্যবসায়ীও। রাজনীতি ও ব্যবসা—বাণিজ্যের পাশাপাশি চার্টার্ড একাউন্ট্যান্ট হিসেবেও খ্যাতি লাভ করেছেন। মেধার স্বীকৃতি হিসেবে শিক্ষাজীবনেই তিনি লোটাস উপাধি পেয়েছিলেন। সূত্র: ্ ইত্তেফাক

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews