মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী ছেরাগ আলী উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তরুণ সমাজ সেবক মোঃ আবু সায়েম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক সাংসদ ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা, প্রযুক্তিপীঠ ও শাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং হকস বে অটোমোবাইল প্রাঃ লিঃ ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত) মনীন্দ্র কিশোর মজুমদার, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ কায়সার আলম সেলিম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, বরুড়া পৌরসভা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের।
এসময় বক্তব্য রাখেন আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক জহরলাল দত্ত, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান মিয়া,

এদিন বরুড়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় ১৮ শত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। সকাল ৯টা থেকে বেলা ১০.৩০ মিনিট পর্যন্ত প্রাথমিক বৃত্তি ও বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত দুই ধাপে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের সুমন বলেন বরুড়ার ইতিহাসে এবছর প্রকৃত একটি ফলাফল পেয়েছি। বিগত বছর গুলোতে জিপিএ-৫ এর আশায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো অনৈতিক ও অসদুপায় অবলম্বন করে যার কারনে দিন দিন মেধাবী শিক্ষার্থী তৈরি করতে ব্যার্থ হয়েছে। তিনি বলেন আমার বাবা মরহুম এ কে এম আবু তাহের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লালমাই থেকে বরুড়া উপজেলা সদর পর্যন্ত চিকন সড়কটি তিনি জনসাধারণের চলাচলের উপযোগী হিসেবে তৈরি করে গেছেন আজও আমরা সেই সড়ক দিয়েই চলাচল করছি এসড়কটি প্রয়োজন ছিল দুই লাইনে রুপ দেওয়া। বিগত বছর গুলোতে উন্নয়নের কথা বলে দুর্নীতি ও হরিলুট নিয়ে ব্যস্ত ছিল মন্ত্রী এমপি ও নেতারা। এছাড়াও আমার দেশের কৃষকের অর্জিত অর্থ ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্থ বিদেশে পাচার করে ব্যাংক গুলোকে ধ্বংস করেছে। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে অন্তত এটুকু আশা দিতে পারি আপনাদের সম্পদ ও আমানতের খেয়ানত হবে না। আমি চাই প্রতিটি ইউনিয়নে একজন করে আবু সায়েম তৈরি হোক। যাদের এলাকার জনসাধারণ শিক্ষা চিকিৎসা বাসস্থান পাবে। অনুষ্ঠান শেষে ট্যালেন্ট ফুল, সাধারণ গ্রেড, ও স্কুল ভিত্তিক মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও বৃত্তির টাকা প্রদান করা হয়, পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি করে উচ্চ ফলনশীল আমের চারা বিতরণ করা হয়।
Leave a Reply