আবু সুফিয়ান
কুমিল্লা পদুয়ার বাজার মহাসড়কে অবৈধ পাকিং করার কারণে একটি পরিবহণকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। উচ্ছেদের একদিন পর
অবৈধ কাউন্টার পুনঃস্থাপন না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। আজ ২৬ আগস্ট সকাল ১১টায় পদুয়ার বাজার বিশ্বরোড সড়কে এ জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রমতে, দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন অংশে ফুটপাত ও সড়কের জায়গা দখল ভাসমান স্থাপনা বসিয়ে বাসের টিকেট কাউন্টার, ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসা খুলে বসেছে। এভাবে দখল করার কারণে মহাসড়কে যানজট, দুর্ঘটনা ঘটছে। সোমবার (২৫ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দখলকৃত বাজার এলাকায় ওভারব্রিজের চারপাশের ফুটপাত, শতাধিক অবৈধ দোকান ও বিভিন্ন পরিবহনের কাউন্টার উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।
পদুয়ার বাজার বিশ্বরোডে কর্মরত উপ-পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান জানান, মঙ্গলবার বাসের অবৈধ টিকেট কাউন্টার উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। ২৪ ঘণ্টা না যেতেই তারা আবার সাইনবোর্ড লাগিয়ে টিকেট বিক্রি শুরু করেছে। আমরা তাদের সতর্ক করেছি। অবৈধ স্থাপনা বা অবৈধ পাকিং যোনো না করে।
কুমিল্লা নগর পুলিশের পুলিশ পরিদর্শক সৈকত দে জানান, সকাল ১১টায় এশিয়া ট্রান্সপোর্ট নামের একটি পরিবহণ মহাসড়কে অবৈধ পাকিং করে। এতে প্রবেশমুখে জ্যাম তৈরি হয়, আমরা তাদের ২৫০০ টাকা জরিমানা করেছি। অবৈধ কাউন্টার পুনঃস্থাপন না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে।
Leave a Reply