 
 অনলাইন ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন(৪৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের বাঙ্গালমুড়ী গ্রামের মৃত আলী আহমেদের ছেলে। শুক্রবার রাতে উপজেলার কাশিনগর-মিয়াবাজার সড়কের আবদুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। শনিবার দুপুরে তথ্য নিশ্চিত করেছেন নিহতের ছেলে জাহিদ হোসেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি আসছিল। এসময় একই গ্রামের আবদুর রহিমের ছেলে এরশাদ ও তার বন্ধু আরফান বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল নিয়ে অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে জাহাঙ্গীর হোসেন মারা যান।
চৌদ্দগ্রাম থানার এসআই সুজন চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক জাহাঙ্গীর হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply