1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
কুমিল্লার মত জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট ঢাকার বিপিএলেও হয় না: বিসিবি পরিচালক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায়  বর্নিল আয়োজনে শুভ মহালয়া পালিত! কুমিল্লায় চোর সন্দেহে বিদেশী কুকুর লেলিয়ে নির্যাতন; আটক ৩ কুমিল্লা হোমনায় মাইকে ঘোষণা দিয়ে  ৪ মাজারসহ বসতঘর ভাংচুর -আগুন কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক টানা আট দফা বৃদ্ধির পর অবশেষে কমল স্বর্ণের দাম ছুটিতে দেশে এসে ট্রাক চাপায় প্রাণ গেলে প্রবাসী যুবকে! কুমিল্লায় ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র কুমিল্লায় কুবি শিক্ষার্থী ও তাঁর মায়ের মরদেহ উদ্ধার; বিক্ষোভ করছে শিক্ষার্থীরা!  কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লার মত জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট ঢাকার বিপিএলেও হয় না: বিসিবি পরিচালক

  • প্রকাশ কালঃ সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৬৬৩

অমিত মজুমদার:

কুমিল্লায় অনুষ্ঠিত কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বাের্ডের পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, এত জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট ঢাকার বিপিএলেও হয় না। এখানে গাড়ি দেখছি, আমরা বিপিএলেও কোনদিন গাড়ি পুরস্কার দেইনি।

তিনি আরও বলেন, আমরা জানতাম কুমিল্লা শিক্ষা ও সংস্কৃতির শহর। আজকে এসে মনে হল কুমিল্লা ক্রিড়া অনুরাগীরও শহর। এত জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনিকে ধন্যবাদ জানাই।

শনিবার ( ৮ জানুয়ারি) বর্নিল আয়োজনে কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের স্থায়ী কমিটির সদস্য রওশন আরা মান্নান এমপি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আকরাম খান, কুমিল্লা সিটি মেয়র মোঃ মনিরুল হক সাক্কু, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনাসহ অন্যান্যরা।

প্রধান অতিথি আক ম বাহাউদ্দিন বাহার বলেন, ক্রিকেট নিয়ে এত বড় আয়োজন কোন জেলাতে করতে পারেনি। কুমিল্লা পেরেছে। তাই অন্য কোন নামে নয় কুমিল্লা নামেই বিভাগ চাই। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রানের দাবী মেনে নিবেন।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, কুমিল্লার কয়েকটি বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। আমার বিশ্বাস ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি যদি আগামী তিন চার বছর সময় পান তাহলে কুমিল্লা থেকে বাংলাদেশ জাতীয় টিমে ৪-৫ জন সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঞ্চ মাতালেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, এ্যাশেজ এবং গায়ক মিনার।এছাড়াও দর্শকদের আনন্দ দিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ ( কাবিলা)।

উল্লেখ্য ১০ জানুয়ারী শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধনী খেলা শুরু হবে। কুমিল্লার সিটির ১৬ টি টিম অংশগ্রহন করবে। এতে অংশ নিবে জাতীয় দলে অনেক খেলোয়ার।

এই আসরের সবচেয়ে বড় আকর্ষণ চ্যাম্পিয়ন দল পাবে সাড়ে ১৭ লাখ টাকা প্রাইভেট কার এবং রানার্স আপের জন্য থাকবে পাঁচ লক্ষ টাকার প্রাইজমানি। প্রথম আসরে কাউন্সিলর কাপ দেশজুড়ে সাড়া ফেলেছিল।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews