কুমিল্লা প্রতিনিধি।।
মানুষ মানুষের জন্য,বিপদের দিনেই তার প্রকাশ ঘটে। সারাবিশ্বের মত বাংলাদেশে ও যখন করোনা ভাইরাসের কারনে অঘোষিত লকডাউন চলছে,তখন দিন অানে দিন খাওয়া শ্রমিকদের পরিবার ও কর্মহীন পরিবারের মাঝে চলছে হাহাকার। সরকারের বিভিন্ন উপকারভোগী কার্ডধারী ব্যাতিত ও নানান উদ্যেগ নিয়ে ত্রান সামগ্রী বিতরন করছে জেলা প্রশাসকদের নেতৃত্বে,অার তা বাস্তবায়ন করছে সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়র,ইউপি চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি গন।
সরকারের পাশাপাশি ব্যাক্তি পর্যায়েও ত্রান সামগ্রী বিতরন করছে। তাদের ই একজন কুমিল্লা উত্তর জেলা অাওয়ামীলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও অাসন্ন দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভ্যাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অালহাজ্ব বশিরুল অালম মিয়াজী। যিনি তার ব্যাক্তি উদ্যগে ও দাউদকান্দি উপজেলা অাওয়ামীলীগের সহযোগিতায় দাউদকান্দি উপজেলার কর্মহীন ও অসহায় ১৫ শত পরিবারের মাঝে ৫ কেজি চাল, পেয়াজ,অালু,তৈল,লবন দিয়ে একটি করে প্যাকেট করে প্রদান করে। বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলা সদরে ত্রান সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খান
, কুমিল্লা উত্তর জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক অালহাজ্ব রৌশন অালী মাষ্টার। এসময় অারো উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দন শিকদার,পৌর অাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মুক্তা,দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, আসলাম মিয়াজী,ছাওার তালুকদার ,অর্থ সম্পাদক কামরুল হাছান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অাহবায়ক শাহজাহান সরকারসহ ছাএলীগ যুবলীগ নেতৃবৃন্দ।
Leave a Reply