প্রেস বিজ্ঞপ্তি:
শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত ও আলোচনাসভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী রাজরাজেশ্বরী মাতার মন্দিরের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু শ্রী কান্তি রাহা।বাবু শ্রী শ্যামল সাহা, আহবায়ক বাংলাদেশ পূজা ফ্রন্ট, মহানগর,কুমিল্লা।
বাবু শ্রী সঞ্জিত দেবনাথ,সদস্য সচিব বাংলাদেশ পূজা ফ্রন্ট, মহানগর,কুমিল্লা। বাবু শ্রী দিলীপ নাগ ( কানাই),সদস্য সচিব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন, মহানগর,কমিল্লা।বাবু শ্রী অচিন্ত্য দাস (টিটু) সাধারণ সম্পাদক পুজা উদযাপন পরিষদ,মহানগর, কুমিল্লা। শ্রীমতি তিথি চক্রবর্তী, চন্দ্রিকা গীতা শিক্ষালয়, কুমিল্লা। ডাঃ বনশ্রী সাহা,অভিভাবক, শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়, মনোহরপুর,কুমিল্লা।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলার সভাপতি ও শ্রী শ্রী রাজ রাজেশ্বরী গীতা স্কুলের সভাপতি: শ্রী সাগর দাস ও অত্র গীতা শিক্ষালয় এর সাধারণ সম্পাদক: নীল কমল চক্রবর্তী বিষ্ণু।
এছাড়া ছিলেন সহ-সভাপতি :দেবাশীষ চক্রবর্তী(রাম), সহ-সভাপতি: বলরাম কর্মকার, সাংগঠনিক সম্পাদক :শিব প্রসাদ মজুমদার রাহুল, কোষাদক্ষ :জামিনী নাথ টিপু, সহ কোষাদক্ষ :লিটন দাস, জাগো হিন্দু পরিষদ সদর দক্ষিন উপজেলা সভাপতি কমল দাস, সাধারণ সম্পাদক শ্রীবাস পাল সহ সদর দক্ষিন উপজেলা শাখার সারথিরা।
অনুষ্ঠান শেষে রাতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Leave a Reply