গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত, ভুটান, ব্রাজিল, চীন, জাপান, আফগানিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, নেপাল,পর্তুগাল এবং বাংলাদেশসহ মোট ১৬টি দেশের ১২৫৩ জন খেলোয়াড়। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে এক মাত্র খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন কুমিল্লার সন্তান জাতীয় এবং আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত মোফাজ্জল মাহিন চৌধুরি এবং ম্যানেজার হিসেবে অংশগ্রহণ করেন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জনাব কামাল উদ্দিন আহম্মেদ।
উক্ত প্রতিযোগিতায় কাতা ইভেন্টে ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন কুমিল্লার মাহিন। প্রতিযোগিতার সমাপ্তির পর দেশের আন্তর্জাতিক মান উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিয়ন অব মার্শাল আর্ট ফেডারেশন কর্তৃক ব্লাক বেল্ট ৩য় বন্ধনী (প্রশিক্ষক ডিগ্রি)’র জন্য পরীক্ষা দেন তিনি। পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়ে এবং ওয়ার্ল্ড ইউনিয়ন অব মার্শাল আর্ট ফেডারেশন কর্তৃক ডব্লিউ ইউ এম এফ লাইসেন্স (রেড পাসপোর্ট) গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃত কারাতে প্রশিক্ষক হিসেবে মনোনীত হয়।
বাংলাদেশি খেলোয়াড় মাহিন চৌধুরি জানান, “উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে অর্জন করছি আমি তা সত্যিই আমাদের দেশের জন্য অনেক গর্বের একটি বিষয়। যদিও এটি একটি ওয়ার্ল্ড ফেডারেশনের আয়োজিত একটি প্রাইভেট আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল তবুও আমি গর্বিত আমার দেশকে স্বর্ণপদক দিতে পেরে। আমাদের এই আন্তর্জাতিক ইভেন্টটি প্রাইভেট হওয়ায় আমাদের সম্পূর্ণরূপে সহযোগিতা করে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা এবং সার্বিক সহযোগিতায় ছিল ভিভাসিটি ফুর্ডকোর্ট, ফিউশন ক্যাফে এবং আফসু ডেভেলপার্স লিমিটেড। এবং উক্ত প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে যুক্ত ছিল দিঘির চাপ ও গোল্ড সিলভার ডেভেলপার্স লিমিটেড।
Leave a Reply