1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
খালেদা জিয়ার আজ ৮১তম জন্মদিন ইতিহাসের এই দিনেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে! বিএনপি নেতা ইসতিয়াক সরকার বিপুর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীদের উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুমিল্লার গোমতী নদীর তীরে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ  হাইকোর্টের বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার প্রথম কার্যকরী কমিটির সভা  উত্তরায় বিমান বিধ্বস্ত; চারদিন পর না ফেরার দেশে কুমিল্লার মাহাতাব বিমান বিধ্বস্তের ঘটনায়  নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ বছরের পর বছর নিরাপত্তাহীনতায় শুভ্র, প্রশাসন হার্ড লাইনে

মতলব ব্রহ্মানন্দ যোগাশ্রমে গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন ১৯ ফেব্রুয়ারি

  • প্রকাশ কালঃ মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯
  • ৯৮৮

স্টাফ রিপোর্টার।।

পরমারাধ্য, পুজ্যষ্পাদ শ্রী শ্রী গুরুমহারাজ এর শুভাগমন এবং ব্রহ্মানন্দ যোগাশ্রমের ৮৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিগত বছরের ন্যায় এবারও মাঘী পূর্ণিমা তিথিতে ৬ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ (১৯ ফেব্রুয়ারী ২০১৯ইং) মঙ্গলবার শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার মতলব (দঃ) উপজেলার খাদেরগাঁও ইউনিয়নস্থিত চর চাঁদপুর প্রকাশ্যে লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমে বিশ্ব শান্তি কামনায় পরমহংসদেব শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের অমেয় শক্তি সঞ্চারণী অনুপ্রেরণায় উদ্দীপ্ত হয়ে শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের অসীম কৃপায় গীতা যজ্ঞ ও ধর্ম মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম সীতাকুন্ড আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ যোগাচার্য্য শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এর শিষ্য ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য এড্ভোকেট তাপস চন্দ্র সরকার।


দু’দিনব্যাপী অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে প্রথমদিন ১৮ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৩টায় ওঁকার ও বাবা মনির বিগ্রহ নিয়ে নগর পরিক্রমা, সন্ধ্যায় সাড়ে ৬টায় মঙ্গল শঙ্খধ্বনি ও সমবেত প্রেমধ্বনী শেষে মাঘী পূর্ণিমা উৎসবের অধিবাস। দ্বিতীয়দিন ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার ব্রহ্ম মুহুর্তে হতে যথাক্রমে মঙ্গলারতি, প্রভাতীয়া শিবস্তুতি, গুরু বন্দনা ও হরিওঁ কীর্ত্তন, সমবেত গীতা পাঠ, শ্রী শ্রী চন্ডিপাঠ শেষে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞের শুভারম্ভ এবং দীক্ষাদান, দুপুর ২টায় “অসাম্প্রদায়িকতায় ধর্মের ভূষণ” শীর্ষক ধর্মীয় আলোচনা সভা। এর পর বিশ্ব শান্তি কল্পে বেদ বাণী পাঠের মাধ্যমে মাঘী পূর্ণিমা উৎসবের সমাপ্তি এবং বিকেল ৩টায় উৎসবে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। অতঃপর সন্ধ্যায় গুরু পূজা, সন্ধ্যারতি ও হরিওঁ কীর্ত্তন। সবশেষে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের মধ্যদিয়ে গীতা যজ্ঞ ও ধর্ম মহাসম্মেলনের পরিসমাপ্তি।


এতে আশীবর্চন পাঠ ও যজ্ঞে পৌরহিত্য করবেন- চট্টগ্রাম সীতাকুন্ড আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ যোগাচার্য্য শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। যজ্ঞে অংশ গ্রহণ করবেন- চট্টগ্রাম সীতাকুন্ড আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী মহানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ সূর্যানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ রূপকানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ প্রনবানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ চেতনানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শ্রীমৎ সেবানন্দ ব্রহ্মচারী মহারাজসহ দেশের বিভিন্ন মঠাশ্রমের মহাত্মা মহারাজবৃন্দ। ওই ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করবেন- লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রম কার্যনির্বাহী কমিটি’র সভাপতি শংকর রাও নাগ এবং স্বাগত বক্তব্য রাখবেন- লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রম কার্যনির্বাহী কমিটি’র সাধারণ সম্পাদক সমরেশ হালদার।


ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্যে অনুরোধ জানিয়েছেন- চর চাঁদপুর @ লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রম কার্যনির্বাহী কমিটি’র সাধারণ সম্পাদক সমরেশ হালদার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড্ভোকেট তাপস চন্দ্র সরকার।

এদিকে, শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার মতলব (দঃ) উপজেলাধীন চর চাঁদপুর @ লামচরীর ধর্মীয় একটি অন্যতম প্রকল্প ব্রহ্মানন্দ যোগাশ্রম। বর্তমানে এ প্রকল্পের নির্মাণ কাজ চলিতেছে। আমরা আশা করবো, আমাদের এই স্বপ্নকে পূর্ণাঙ্গ রূপ দেবার প্রক্রিয়ায় সক্রিয় আর্থিক সাহায্য সহযোগিতার হস্ত প্রসারিত করে এই পূর্ণ্য বাৎসরিক উৎসবের অংশীদার হবেন। অনেক মহাপ্রাণ ভক্তবৃন্দ এ সকল প্রকল্প বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত আছেন। এখনও এতে বিপুল অর্থের প্রয়োজন। সমাগত সুধী সমাজ স্বত্ব প্রণোদিত হয়ে এ সকল প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও কায়িক শ্রমদানে এগিয়ে আসবেন এটাই আমাদের বিনীত প্রার্থনা। অনুরোধক্রমে চর চাঁদপুর @ লামচরি ব্রহ্মানন্দ যোগাশ্রম ব্যবস্থাপনা কমিটি’র পক্ষে যোগাচার্য্য শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এর শিষ্য ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য এড্ভোকেট তাপস চন্দ্র্র সরকার।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews