অনলাইন ডেস্ক:
কুমিল্লায় অপপ্রচার এবং ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি নেতা ইসতিয়াক সরকার বিপুকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এই অভিযোগটি তুলে ধরেন ইসতিয়াক সরকার বিপুর বড় ভাই এবং ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ সরকার নিপু।
তিনি তাঁর বক্তব্যে বলেন আমার ভাই বিপু বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি কাউন্সিলর নির্বাচন করার সিদ্ধান্ত নেয়ায় তাঁকে আইনজীবী আবুল কালাম হত্যা মামলায় উদ্দেশ্য প্রনোদিতভাবে জড়ানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন এই মামলায় যারা প্রকৃত আসামী তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হোক তবে কোণ নিরপরাধ মানুষ যেন কারো রোষানলের স্বীকার না হয় সেইদিকটা যেন নজর রাখা হয়।
এসময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা এস আলম,১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জহিরুল হক, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আলম তিতাস,সহ-সভাপতি কামরুল আহসান মামুন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফখরুল আলম উল্লাসসহ অন্যান্যরা।
Leave a Reply