অনলাইন ডেস্ক:
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার নবনির্বাচিত কমিটির প্রথম কার্যকরী কমিটির সভা গতকাল রাতে কান্দিরপাড়ের গোল্ডেন স্পুনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং রেস্তোরাঁ ব্যবসার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কমিটির সদস্যরা তাদের পরিকল্পনা ও সদস্যদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম এ তাহের। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে সমিতির সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সমিতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করেন।
সমিতির সাংগঠনিক সম্পাদক রবিউল হক শামিম তার বক্তব্যে কুমিল্লা জেলা শাখার রেস্তোরাঁ ব্যবসার উন্নয়নে সংগঠনের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন এবং রেস্তোরাঁ মালিক সমিতিকে আরও কার্যকর করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও, মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া এবল নাছিরুল ইসলাম মজুমদারসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে রেস্তোরাঁ ব্যবসার বিভিন্ন দিক ও সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং তাদের মতামত তুলে ধরেন।
সাধারণ সম্পাদক এম.কে. রহমান জনি বলেন, “এই সভাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা সদস্যদের বিভিন্ন সমস্যা ও তাদের ব্যবসার উন্নয়নে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
সভাপতি এম এ তাহের তার সমাপনী বক্তব্যে সকলের সার্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন।,
Leave a Reply