তাপস চন্দ্র সরকার, কুমিল্লা
“স্পন্দন থামলে থেমে যাবে জীবন, হারাতে দেবেন না একটিও স্পন্দন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। কুমিল্লা হার্ট ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল ডিনার হুইল ক্লাব এর যৌথ উদ্যোগে এ দিবসটি পালিত হয়।
প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্বজোরে দিবষটি পালিত হয় মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করা ও হৃদয়ের যত্ন নেয়ার গুরুত্ব মনে করে দেয় এ দিবসের মূল উদ্দেশ্য।
দিবসটি উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় কুমিল্লা টাউনহল থেকে সচেতনামূলক র্যালি বের করে। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা ক্লাবে এসে শেষ হয়। পরবর্তীতে কুমিল্লা ক্লাবে হৃদরোগ বিশেষজ্ঞদের দ্বারা বিনামূল্যে হার্টের চিকিৎসা প্রদান করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, হার্টকেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ গোলাম শাহজাহান, সহ সভাপতি মল্লিকা বিশ্বাস, কোষাধ্যক্ষ কমরেড আনোয়ার, ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আফজালুন জহির, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী ও রোটারেক্ট আব্দুল্লাহ হিল বাকি প্রমুখ।
র্যালি পূর্ববর্তী হৃদরোগ সচেতনামূলক সংক্ষিপ্ত বক্তব্যে কুমিল্লা হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ বলেন, হৃদরোগ আজ বিশ্বজুড়ে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে, অথচ তা অনেকাংশেই প্রতিরোধ যোগ্য। তাই এদিন শুধু প্রতীকি উদযাপন নয়, এটি একটি বৈশ্বিক আন্দোলন। যার উদ্দেশ্য হৃদরোগের প্রতিরোধ ও সুস্থ হৃদয় গড়ে তোলা।
কুমিল্লা অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন- প্রতিদিন একজন মানুষের অন্তত ৩০ মিনিট হাঁটতে হবে। নিয়মিত হাঁটা, কায়িক পরিশ্রম, নিরাপদ খাদ্যাভ্যাস এবং সচেতনতাই পারে হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচতে।
Leave a Reply