1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় হেয়ার স্টুডিও উদ্যোগে  বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু  কুমিল্লা বাস চাপায় দুই শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত কুমিল্লায় হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ  ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লার কৃতি সন্তান জাতীয় পতাকার নকশাকার  শিব নারায়ণ দাস আর নেই! যেভাবে ৩১ দিন পর মুক্ত হলো ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ! দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা নির্বাচনে প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে- এলজিআরডি মন্ত্রী সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন : প্রধানমন্ত্রী দেবিদ্বারে অপহরণের পর যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ; সাবেক ইউপি চেয়ারম্যান আটক দৈনিক আজকের জীবনের আয়োজনে কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল কুমিল্লায় দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ফ্লাইওভারের সুফল পাচ্ছে না কুমিল্লাবাসী; ঈদ উপলক্ষে বেড়েছে ভোগান্তি

  • প্রকাশ কালঃ রবিবার, ৩ জুন, ২০১৮
  • ১৪৬

( জাগো কুমিল্লা.কম)
যানজট নিরসনে কুমিল্লা শাসনগাছা এলাকায় ফ্লাইওভারে নির্মাণ করা হলেও দুর্ভোগে পড়েছেন শাসনগাছার এলাকার মানুষ। ওভারপাসের নিচের সড়কটি পিচ উঠে পানি ও কাদায় মাখামাখি হয়ে আছে। ওভারপাসের পূর্ব-পশ্চিম পাশ দিয়ে যানবাহন চলাচলের নেই কোন সু-ব্যবস্থা।

এশিয়া লাইন ও তিশাসহ শাসনগাছা টার্মিনাল সব ধরণের যাত্রীবাহীবাস ওভার পাসের নিচে সড়কের দুই পাশে যত্রতত্র ভাবে পার্কিংয়ের কারণে যানজট ওই এলাকার নিত্যদিনের সমস্যা। যার কারণে এলাকাবাসী, স্থানীয় ব্যবসায়ী ও নগর বাসিন্দারা বলছেন ওভারপাস নির্মাণে শাসনগাছায় দুর্ভোগ কমেনি। তারা শাসনগাছা বাস ট্রার্মিনালসহ এশিয়া লাইন ও তিশা বাস স্ট্যান্ডের অপসারণের দাবি জানান। আসন্ন ঈদ উপলক্ষে ভোগান্তি আরো বেড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা উত্তর জনপথের একমাত্র প্রবেশ পথ শাসনগাছা। শাসনগাছার যানজট ছিল নগরের অভিশাপ। সেই যানজট নিরসনে বহু কাংখিত রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হয়। ওভারপাস নির্মাণে নগরীর রেইসকোর্স থেকে খুব অল্প সময়ের মধ্যে শাসনগাছা অতিক্রম করে আলেখচর বিশ্বরোড এবং ক্যান্টেনমেন্ট যাওয়া যাচ্ছে।

তবে রেলওয়ে ওভারপাসের নিচের শাসনগাছার অবস্থা একেবারে নাজুক। নগরীর বাদশামিয়ার বাজার, রেইসকোর্স, স্টেশন মার্কেট সড়ক, ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ রোড সড়ক এবং কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে ওভারপাসের নিচ দিয়ে যাতাযাতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওভারপাসের দুই পাশ দিয়ে যানবাহন চলাচলের নেই কোন ব্যবস্থা।

একটি গাড়ি অতিক্রম করতে আরেকটি গাড়ি লাইন দরে দাঁড়িয়ে থাকতে হয়। সেই রাস্তাটিতেও ইট পাথর সরে গিয়ে গর্তে রূপ নিয়েছে। দীর্ঘ চার বছর যাবত সংস্কার হয়নি সকড়কটি। ইট, পাথর ও পিচ উঠে পানি ও কাদায় মাখামাখি হয়ে ওভারপাসের নিচের সড়ক এবড়োথেবড়ো হয়ে আছে। শাসনগাছা বাস ট্রার্মিনালের প্রত্যেকটি বাস যত্রতত্র ভাবে পার্কিং করছে। তারা স্ট্যান্ডে বাস পার্কিং না করে সড়কের মধ্যেই যত্রতত্র ভাবে পার্কিং করছে। এতে করে ওভারপাসের নিচে ঘন্টার পর ঘন্টা যানজট সৃষ্টি হচ্ছে।

ফ্লাইওভার থেকে নিচে যানবাহনের চাপ বেশি।

স্থানীয়রা জানান, ২০১৫ সালের মে মাস থেকে রেল ক্রসিংয়ের যানজট নিরসনে ওভারপাস নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এর কাজ শেষ হয়। দীর্ঘ চার বছর যাবত রেলওয়ে ওভারপাস নির্মাণকে ঘিরে ধর্মপুর, রেইসকোর্স ও শাসনগাছাসহ নগরীর পশ্চিমাংশ অনেকটা অকেজো হয়ে পড়ে।

যানজট, সড়ক সংস্কার এবং ওভারপাসের দুই পাশে ভালো প্রবেশ পথ না হওয়ায় রেইসকোর্স, শাসনগাছা এলাকায় নগর বাসিন্দাদের দুর্ভোগ এখনো অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. ফয়েজ বলেন, রেলওয়ে ওভারপাস নির্মাণে দূরদুরান্তে যাতায়াতে সহজ হয়েছে। সেই সাথে জন দুর্ভোগ বেড়েছে ওভারপাসের নিচে। সড়কের দুইপাশে যত্রতত্র ভাবে শাসনগাছা বাস ট্রার্মিনালের বাস পার্কিং, খানাখন্দ ও গর্তে ভরা সড়ক, ওভারপাসের পূর্ব এবং পশ্চিম পাশ দিয়ে আসা যাওয়ার নেই ভালো কোন পথ। এতে করে পথচারী, চলাচলরত যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ী মো. মোহন জানান, বেচা বিক্রয় নেই বললেই চলে। রেলওয়ে ওভারপাস নির্মাণের কারণে দীর্ঘ চার বছর দোকান খুলে বসেই আছি। এখনো যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় আমাদের ব্যবসায়ের একই হাল। সড়কটি সংস্কার করে আসা-যাওয়ার রাস্তাগুলো ভালো করে যানজট নিরসন করা হোক।

সড়ক ও জনপথ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হায়দার বলেন, ওভারপাসের নিচের সকড়কটি জুনের মধ্যে সংস্কার করতে চেষ্টা করছি। ভূমি অধিগ্রহণ এবং পানির ড্রেনের সংস্কারের কারণে আমরা সড়ক সংস্কারের কাজ শুরু করতে পারছি না। এছাড়াও যানজট নিরসনেও আমরা কাজ করবো।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews