অনলাইন ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবার ওয়ানডেতে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন
এবার ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার।
বাংলাদেশের হয়ে এর আগে টেস্টে অভিষেক হয়েছে মাহিদুল অঙ্কনের। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের দলে এবারই প্রথম ডাক পেলেন তিনি। তারা বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রামে।
গত বিপিএল থেকে ব্যাটিং পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছিলেন অঙ্কন। অল্প সময় পরই জাতীয় দলেও তিনি ডাক পেয়ে যান। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কেবল একটি ম্যাচ খেলা হয়ছে ডানহাতি মিডল-অর্ডার ব্যাটারের। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অঙ্কনের অভিষেক হয়। এরপর আর কোনো ফরম্যাটে তাকে দেখা যায়নি। ২৬ বছর বয়সী এই ব্যাটার এবার ডাক পেলেন ওয়ানডেতে।
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৮, ২১ এবং ২৪ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের তিন ওয়ানডে।
একনজরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।
Leave a Reply