অনলাইন ডেস্ক:
কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মো. আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ আগস্ট) দুপুরে নাঙ্গলকোট উপজেলার চান্দাশ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। তিনি বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন। এ সময় বাড়ির প্রবেশ পথে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে হাত-পা বেঁধে তুলে নিয়ে যায়। প্রায় ১০ কিলোমিটার দূরে চান্দাশ এলাকায় নিয়ে কুপিয়ে এবং গুলি করে রাস্তার পাশে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে, গত ১৩ জুলাই আলিয়ারা গ্রামের সাবেক মেম্বার ছালেহ আহম্মদ গোষ্ঠীর একটি গরু আবুল খায়ের গোষ্ঠীর জমির ধান খেয়ে ফেলে। এ নিয়ে উভয় গোষ্ঠীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। এরপর ছালেহ আহম্মদ গোষ্ঠীর লোকজন আবুল খায়ের গোষ্ঠীর বেশ কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় দুই পক্ষ থানায় ৪টি এবং আদালতে একটিসহ মোট ৫টি মামলা করে। গত ২৪ জুলাই রাতে পুলিশ শেখ ফরিদ নামে একজনকে গ্রেপ্তার করে। শেখ ফরিদের গ্রেপ্তারের পর শুক্রবার (২৫ জুলাই) সকালে উত্তরপাড়ায় জাফর আহম্মদের দোকানের সামনে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়, পরে তা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। আহত হন আরও ১০ জন।
নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply