ক্রীড়া প্রতিবেদক:
দুই বছর পর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবারও শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রবিবার মান্যবর জেলা প্রশাসক মো. রেজা হাসান আনুষ্ঠানিকভাবে এ লিগের উদ্বোধন করেন। দীর্ঘ বিরতির পর মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরায় জেলা ক্রিকেট অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য গোলাম কিবরিয়া, স্নেহাশীষ, খালেদ সাইফুল্লাহ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. বকতিয়ার রহমান গাজীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আয়োজকরা। লিগের প্রস্তুতি, ভেন্যু ব্যবস্থাপনা ও দলগুলোর সমন্বয়ে তাদের ভূমিকা তুলে ধরা হয়।
এবারের লিগে মোট ১২টি দল অংশ নিচ্ছে। স্থানীয় ক্রিকেটারদের উন্নয়ন, প্রতিভা বিকাশ ও নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এ আয়োজন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
কুমিল্লার ক্রীড়াপ্রেমী দর্শকদের খেলোয়াড়দের মনোবল বাড়াতে স্টেডিয়ামে এসে খেলা উপভোগের আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply