অনলাইন ডেস্ক:
কুমিল্লা নগরীর গোলাবাড়ি, টিকাচ্চরসহ বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে কুমিল্লা জেলা প্রশাসন । এ সময় ৩০ জন তরুণকে আটক করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় নিয়ে আসা হয়েছে। মাদক সেবন করার সময় তাদের আটক করা হয়েছে।তাদের পরিচয় এখনও জানা যায়নি।
তবে এদের মধ্যে ৭ জন মুন্সিগঞ্জ থেকে প্রাইভেট কার যোগে ভারতীয় সীমান্তে মাদক সেবন করতে গিয়েছিল। জানা যায় তারা উচ্চবিত্ত পরিবারের। আর বাকিরা ইয়াবা,মদ ফেন্সিডিল সেবন করার অভিযোগে আটক করা হয়।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম। জেলা পুলিশের সদস্যরা এই অভিযানে অংশ নেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার বলেন, নগরীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালালো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে । বিস্তারিত পরে জানানো হবে।
Leave a Reply