অনলাইন ডেস্ক:
কুমিল্লায় দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে করোনা ভাইরাস। সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছে হটস্পট দেবিদ্বার উপজেলা । এই উপজেলায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে । দেবিদ্বারে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ জন, সিটিতে আক্রান্ত হয়েছে ৩ জন ।
নগরীতে আক্রান্ত ব্যক্তিরা হলেন, নগরীর ঝাউতলা এলাকার ঔষধ কোম্পানী অপসোনিনের কার্যালয়ের দুইজন (তাদের দুইজনের বাড়ি ছোটরা ও ঝাউতলা ) ও কুমিল্লা সিটি করপোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলরের সচিব । সচিবের বাড়ি সংরাইশ। এর আগে অপসোনিনের এরিয়া ম্যানেজার করোনায় আক্রান্ত হন। ফলে অপসোনিনের ৩ জন করোনায় আক্রান্ত হলেন। অপসোনিনের কার্যালয়টি আগেই লকডাউন করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতিজ্জামান ও সংক্রমণ প্রতিরোধ জেলা সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।
মোট নমুনা সেন্ট= ৪ হাজার ৪২শ ৪৭ জন
মোট রিপোর্ট রিসিভেড=৪ হাজার ১শ ৭৬ জনের
মোট পজিটিভ = ২৪৮জন
মোট সুস্থ্য = ৪৭ জন
মোট মৃ ত্যু =৯ জন
১৫মে, ২০২০ ইং ( দুপুর ২ টা পর্যন্ত )
নতুন কেস: ২৫ জন ( দেবিদ্বার ও সিটি)
নতুন সুস্থ : ৭ জন
নতুন মৃত্যু: ০
দেবিদ্বার ১০২ ,সদর ২, সিটি ১৪, তিতাস ১১, লাকসাম ১৪,চান্দিনা ১৩, দাউদকান্দি ১১, বুড়িচং৯, মুরাদনগর ৩২, মনোহরগঞ্জে ৬, বরুড়া-১০,বি-পাড়া ৫,সদর (দ) ৩, চৌদ্দগ্রাম ২, হোমনা৩, মেঘনা২,লালমাই৩, নাঙ্গলকোট ৪
Leave a Reply