অনলাইন ডেস্ক:
কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ৩ জনকে র্যাব-১১ আটক করেছে।
কুমিল্লা জেলার বুড়িচং দেবপুর সাকুরা স্টীল মিলে এক যুবককে আটকে রেখে বিদেশী ০২ টি কুকুর দিয়ে কামড়িয়ে নির্যাতন করে। ঐ যুবকের নাম জয় চন্দ্র সরকার (৩০), তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণুর চন্দ্র সরকারের ছেলে এবং বর্তমানে তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার সাহেববাজার এলাকায় ভাড়া বাড়ীতে থেকে ভাঙ্গারির ব্যবসা করে।
পরবর্তীতে উক্ত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পরলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। নির্যাতনের সাথে জড়িত আসামী মোঃ শান্ত ইসলাম মোঃ আল আমিন লিপু (৩৬), মোঃ সজিব হাওলাদার (২৬)
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বুড়িচং থানাধীন দেবপুর সাকিনস্থ সাকুরা স্টীল মিলে থাকা তামার তার চুরির ঘটনা ঘটে। উক্ত চুরির ঘটনার পর থেকেই চোরকে ধরার জন্য সাকুরা স্টীল মিলের পাহারাদাররা ওৎ পেতে থাকে। এরই প্রেক্ষিতে গত ১৯ তারিখ দুপুর জয় চন্দ্র সরকার (৩০) উক্ত স্টীল মিলে প্রবেশ করে। তখন ভিকটিমকে চোর সন্দেহেধাওয়া করে। ধাওয়া করার একপর্যায়ে মিলের বাইরের রাস্তা থেকে ভিকটিমকে ধরে মিলের ভিতরে নিয়ে আসে
এবং শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে আসামীরা পৈশাচিকভাবে বিদেশী ০২ টি কুকুর লেলিয়ে কামড়িয়ে ভিকটিমকে নির্যাতন করে।
গ্রেফতারকৃত আসামীদের বুড়িচং থানায় হস্তান্তর
প্রক্রিয়াধীন রয়েছে।র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছে।
Leave a Reply